মিজোরাম মর্মান্তিক দুর্ঘটনা। খনিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ১৫ জন খনি কর্মী। মিজোরামের হানাথিয়াল জেলার মৌদরা গ্রামে তাঁরা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতে গিয়েছিলেন। গতকাল, দুপুর নাগাদ হঠাৎই একটি পাথর ভেঙে পড়ে। অনেকেই ঘটনাস্থল থেকে নিরাপদ জায়গায় সরে যান। তবে আটকে পড়েন প্রায় ১৫ জন শ্রমিক।

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলা, মিজোরামকে হারাল ৯ উইকেটে

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। প্রশাসনের চেষ্টায় উদ্ধার করা যায় ৮ জন পরিযায়ী শ্রমিকের দেহ। বিহার থেকে তাঁরা কাজ করতে গিয়েছিলেন। খনি বিপর্যয়ের জেরে প্রাণ হারিয়েছেন ওই ৮ জন। এখনও আটকে রয়েছেন ৭জন। বিপর্যয় মোকাবিল বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে পাঠানো হবে।






































































































































