সুমন করাতি, হুগলি :
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই উৎসব যেন লেগেই থাকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja in Chandannagar)আবেগ কাটতে না কাটতেই এবার স্পটলাইটে ফের হুগলি (Hooghly)। এবার নজর বাঁশবেড়িয়ায় (Bansberia)। কারণ এবার ঘরে ঘরে কার্তিক পুজোর (Kartik Puja)প্রস্তুতি। বাঙালি ঘরে সন্তানের মতো কার্তিক পুজো হলেও, বাঁশবেড়িয়ায় বারোয়ারি কার্তিকের রমরমা। দুর্গাপুজোর পর বাঁশবেড়িয়া সহ হুগলি জেলার মানুষ তাকিয়ে থাকে এই বিখ্যাত কার্তিক পুজোর (Kartik Puja)জন্য। ঠিক যেন থিম বনাম আভিজাত্যের লড়াই শুরু আবারও।
একদিকে বিশাল বিশাল মণ্ডপ , অন্যদিকে প্রতিমার উচ্চতা চোখে পড়ার মতো। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর বিশেষ আকর্ষণ এখানে কার্তিক পুজোকে কেন্দ্র করে তেত্রিশ কোটি দেবদেবীর পুজো করা হয়। অর্থাৎ কোনও পুজো মণ্ডপে গিয়ে দেখবেন বিশাল শিবের মূর্তির পুজো হচ্ছে, তো আবার কোথাও দেখা যাবে চলছে নারায়ণ বন্দনা। আবার কোথাও গিয়ে দেখা যাবে মণ্ডপে পুজো হচ্ছে নটরাজের। চার দিন ধরে চলে বাঁশবেড়িয়ার বিখ্যাত এই কার্তিক পুজো। থিম থেকে প্রতিমা নজর কাড়ে সবটাই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এখানে। সঙ্গে আছে আলোকসজ্জার বাহার। পুজো কমিটিগুলির তরফ থেকে সব রকমের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই কার্তিক পুজোকে কেন্দ্র করে সজাগ পুলিশ প্রশাসনও।








































































































































