বিলিংসের পর এবার কেকেআর ছাড়লেন কামিন্স

0
3

একের পর এক বিদেশি ক্রিকেটার নাম তুলে নিচ্ছেন আইপিএল থেকে। স‍্যাম বিলিংসের পর এবার কলকাতা নাইট রাইডার্স থেকে নাম তুলে নিলেন প‍্যাট কামিন্স। এদিন এমনটাই টুইট করে জানালেন কামিন্স। ৭ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কামিন্সকে কিনেছিল কেকেআর। কিন্তু আগামী বছরের আইপিএলে তিনি খেলবেন না। ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষকে।

মঙ্গলবার টুইট করে কামিন্স লেখেন, “পরের বছর আইপিএলে খেলব না। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। আগামী এক বছর দেশের জার্সিতে প্রচুর টেস্ট এবং এক দিনের ম্যাচ রয়েছে। সেই কারণে অ্যাশেজ এবং বিশ্বকাপের আগে একটু বিশ্রাম নিতে চাই।” দ্বিতীয় টুইটে তিনি লিখেছেন,” পরিস্থিতিটা বোঝার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ। দারুণ একটা দল। আশা করছি দ্রুত নাইট শিবিরে ফিরতে পারবো।”

২০২৩ সালে জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই দলকে নেতৃত্ব দেবেন কামিন্স। এরপর অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। এর মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। কারণ তারা পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে।

২০২২ আইপিএলে নাইটদের হয়ে পাঁচ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন কামিন্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

আরও পড়ুন:সামনেই বিশ্বকাপ, একনজের দেখে নেওয়া যাক মহাযুদ্ধ দেখতে আসা সমর্থকদের জন‍্য কী কী বিধিনিষেধ রাখল কাতার প্রশাসন