সোমবারই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্য প্রার্থনা করতে বলেছিলেন সব্যসাচী চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচীর পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সকলেই। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনাও করেন তাঁর সতীর্থরা। কিন্তু তাতেও লাভ হল না। মঙ্গলবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি হল। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসকদের পরিভাষায় কিছু ‘ক্লট’ পাওয়া গিয়েছে।তার জেরেই সোমবারের তুলনায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার র সামান্য অবনতি হয়েছে।

আরও পড়ুন:Aindrila Sharma: শরীরে নতুন করে সংক্রমণ, সি প্যাপ ভেন্টিলেশনে ঐন্দ্রিলা শর্মা

আপাতত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অভিনেত্রী। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার মস্তিষ্কের যে অংশে অস্ত্রোপচার করা হয়েছে তার অন্যদিকে চাপ পড়ছে। এছাড়াও ক্লট জমায় তা অতিরিক্ত সমস্যা তৈরি করেছে। আপাতত হাত-পা নাড়াচাড়া করতে পারছেন না অভিনেত্রী। ১৪ দিন পরেও অভিনেত্রী রয়েছেন ভেন্টিলেশনে।
চিকিৎসকরা আরও জানান, সংক্রমণ কমছে না ঐন্দ্রিলার। সেটিই চিন্তার মূল কারণ। জ্বর আসছে মানেই সংক্রমণ রয়েছে। তাই আগে যা ওষুধ খাচ্ছিলেন অভিনেত্রী, সব বদলে নতুন কোর্স চালু করা হয়েছে। নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে তাঁকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।হাসপাতাল সূত্রে খবর, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে, জ্ঞান আসেনি। ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী।






































































































































