খায়রুল আলম, ঢাকা
সৌদি আরবে থাকা তিন লাখ রোহিঙ্গার পাসপোর্ট পুনর্নবীকরণ করতে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে ঢাকা সফররত সৌদির স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এই অনুরোধ জানিয়েছেন।
বৈঠক শেষে আসাদুজ্জামান খান জানিয়েছেন, তিন লাখ রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করে ব্যবসা-বাণিজ্য করছেন। তাঁদের পাসপোর্ট পুনর্নবীকরণ করার জন্য অনুরোধ করেছেন সৌদি উপমন্ত্রী। প্রায় সাড়ে ২৮ লাখ বাংলাদেশি সৌদিতে বসবাস করছেন। তাঁদের অনেকে ব্যবসা করছেন। ব্যবসায় যাতে আরেকটু সুবিধা পান, তা নিয়েও আলোচনা হয়েছে।
আশির দশক থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে কয়েক বছর ধরে বলে আসছে সৌদি আরব।২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোহিঙ্গাদের কেউ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি গিয়ে থাকলে তা পুনর্নবীকরণের সুযোগ দেওয়া হবে।আড়াই বছর পর আবারও বিষয়টি আলোচনায় এনেছে সৌদি। বাংলাদেশ থেকে কোনও রোহিঙ্গা পাসপোর্ট নিয়ে সৌদি গেছেন কিনা এই প্রশ্নে আসাদুজ্জামান খান বলেছেন, তাঁরা আমাদের দেশ থেকে গেছেন। তবে সবাই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাননি।সৌদি সরকার তাঁদের বারবার বার্মিজ বলছে। যাঁরা স্বাধীনতার আগে গেছেন, তাঁরা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গেছেন।
যেসব রোহিঙ্গা বাংলাদেশ সরকারের বিশেষ বিবেচনায় গিয়েছিলেন, শুধু তাঁদের পাসপোর্টই পুনর্নবীকরণ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁদের পাসপোর্ট পুনর্নবীকরণে আমরা দায়বদ্ধ।











































































































































