বিজেপির লাগাতার হুমকির জেরে মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য উদয়নের

0
2

বিজেপি নেতৃত্বের একের পর এক উস্কানিমূলক মন্তব্য়ের জেরে বারবার মেজাজ হারাচ্ছেন শাসকদলের নেতারা। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ কিছুদিন আগেই জনসভায় মায়েদের কোল খালি করে দেওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, রাস্তা আটকালে মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার কথাও বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেই কথার জবাব দিতে গিয়েই বেফাঁস মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। দিলীপ ঘোষকে (Dilip Ghish) গাড়ি-সহ রোলার চাপা দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তাঁর এই মন্তব্যের নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু করেছে বিরোধীরা।

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। শনিবার, সেই কর্মসূচিতে দিনহাটা (Dinhata) ২ নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা জুনিয়র হাই স্কুল মাঠে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন উদয়ন। সেখানেই দিলীপ ঘোষের গাড়ি চাপা দেওয়ার পালটা সুর চড়ান তৃণমূল নেতাও। বলেন, “ওই যে দিলীপ ঘোষ, উনি বলেছিলেন যে গাড়ি চাপা দেবেন আমাদের কর্মীদের। আমরা তাহলে রোলার নিয়ে যাব। গাড়ি-সহ ওনাকে রোলার চাপা দেব।”

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে সভা করতে যাওয়ার সময় দিলীপ ঘোষের গাড়ি আটকান স্থানীয়রা। সেদিন সভামঞ্চে দাঁড়িয়ে হুমকি দেন তিনি। বলেন, “এরপর থেকে খবরদার বিজেপির (BJP) গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে গেলে বাবা-মার কোল খালি হয়ে যাবে।” এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের জেরেই শাসকদলের নেতারা মেজাজ হারাচ্ছেন বলে মত রাজনৈতিক মহল।

আরও পড়ুন- নিষিদ্ধ পল্লি থেকে মানবাধিকার কমিশন, উত্তরণের গল্প লিখলেন নাসিমা