“বুকে সাহস থাকলে বিজেপিতে যোগ কেন?” হিমন্তের মন্তব্যে পাল্টা প্রশ্ন শশীর

0
1

কংগ্রেসে (Congress) ভাঙন ধরানোর চেষ্টা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma)। সম্প্রতি তাঁর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই অভিযোগ তুলছে হাত শিবির। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, কংগ্রেসের সভাপতি নির্বাচনের (President Election) পরে অনেকেই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। সভাপতি পদে নির্বাচনে লড়াই করে জিততে পারেননি শশী থারুর (Shashi Tharoor)। তাঁকে যারা ভোট দিয়েছিলেন তাঁদের অনেকেই এবার দলবদল করতে চাইছেন। অসমের মুখ্যমন্ত্রীর এই দাবি ঘিরেই শোরগোল পড়ে যায় কংগ্রেস শিবিরে। তবে হিমন্তের মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি শশী। তিনি জানান, বুকে সাহস থাকলে কী কেউ বিজেপিতে যায়?

ঘটনার সূত্রপাত শনিবার। অসমের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগেই ফল জানা হয়ে গিয়েছিল। আমি বলতে চাই, কংগ্রেসে গণতান্ত্রিক মানসিকতার মানুষ আছে মাত্র সেই হাজার জন, যাঁরা সাহস দেখিয়ে শশী তারুরকে ভোট দিয়েছিলেন। আমি জানি খুব দ্রুত তাঁরা সবাই বিজেপিতে যোগ দেবেন। তারই পাল্টা জবাব দিয়েছেন শশী। তিনি বলেন, বুকে সাহস থাকলে বিজেপিতে কেন যোগ দিতে যাবেন! যাদের লড়াই করার সাহস নেই তাঁরাই বরং বিজেপিতে যোগ দেবেন।

আগে কংগ্রেসেই ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পরে তিনিও দলবদল করে যোগ দেন বিজেপিতে। তবে এই প্রথম নয়, এর আগেও কংগ্রেস ভাঙার খেলায় মেতেছেন হিমন্ত। কিছুদিন আগেই গোয়ার কংগ্রেসের (Goa Congress) ভাঙন ধরাতে তাঁকে কাজে লাগানো হয় বলে অভিযোগ। পাশাপাশি ঝাড়খণ্ডের কংগ্রেসের (Jharkhand Congress) বিধায়কদের টাকা দিয়ে দল বদল করানোর চেষ্টাও হিমন্ত বিশ্ব শর্মা করেছেন বলে অভিযোগ।