সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধিদল ভারতে

0
1

খায়রুল আলম, ঢাকা: তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল। রবিবার সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে ১৫ সদস্যের দলটি পশ্চিমবঙ্গের কলকাতার উদ্দেশে রওনা হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির উপমহাপরিচালক রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৪ জন বিশেষ প্রতিনিধিও রয়েছেন।

প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রাপল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধিদলকে গার্ড অফ অনার দেয়া হয়।

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেখানকার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অতুল ফুলজেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের কলকাতায় ১৩-১৬ নভেম্বর সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে।

আরও পড়ুন:হুমায়ূন আহমেদকে স্মরণ: হলুদ রঙের হিমু আড্ডায়