Nandigram: তৃণমূলের শহিদ-স্মরণ মঞ্চ পোড়ানোর অভিযোগে খেজুরিতে ধৃত ৩ বিজেপি কর্মী

0
3

নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের (TMC) শহিদ স্মরণের মঞ্চ পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি (BJP) কর্মী। কার্তিক বারিক, গৌরাঙ্গ মণ্ডল, সঞ্জীব মণ্ডলকে খেজুরি থেকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ২২ জনের বিরুদ্ধে থানায় FIR দায়ের করা হয়েছে। সেই তালিকায় আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও।

নন্দীগ্রাম দিবসে পূর্ব মেদিনীপুরের গোকুলনগরের করপল্লিতে আলাদা আলাদা সভা করে তৃণমূল এবং বিজেপি। অভিযোগ, রাতে তৃণমূলের মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়। এমনকী, এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়। এই ঘটনায় ২২ জনের নামে এফআইআর করে শাসকদল। তারপরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার, তাঁদের হলদিয়া (Haldia) মহকুমা আদালতে তোলা হবে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “বিজেপি নেতারা ঠিক করে দিচ্ছেন কার বাড়িতে সিবিআই যাবে, কার বাড়িতে এনআইএ যাবে। আমাদের ছেলেদের মিথ্যা মামলায় জড়াবেন আর আপনাদের ছেলেরা কেন্দ্রকে দেখিয়ে বাড়িতে ঘুমাবে! দুটো একসঙ্গে হবে না।“

আরও পড়ুন- নারীদের সম্মান ইস্যুতে কোথায় ছিল বিজেপি? মোদিকে ‘ইভটিজার’ কটাক্ষ করে তোপ কুণালের