OFFER-র অভিনব উদ্যোগ, HIV+অনাথ শিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্নপূরণের কর্মসূচি

0
2

তাদের নিত্যদিন গুজরানেরই সংস্থান নেই। তার উপর তারা এইচআইভি পজিটিভ (HIV+)। এই পরিস্থিতিতে বিমান চড়া তাদের কাছে আকাশকুসুম কল্পনা। সেই স্বপ্নই এবার পূরণ করার উদ্যোগ নিল OFFER তথা অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস এনার্জিস অ্যান্ড রিসোর্সেস। শিশু দিবস ‘গিফট মি এ স্কাই’ নামে একটি কর্মসূচিতে ৩১ জন এইচআইভি পজিটিভ শিশুকে বিমানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকবেন ১০ জন সেলিব্রিটি এবং অন্যান্য যাত্রীরাও।

১৪ তারিখ সকাল সোয়া ৮টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অনুষ্ঠানের সূচনা করবেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, কাউন্সিলর তথা আইনজীবী অয়ন চক্রবর্তী-সহ বিশিষ্টরা। এরপরই বিমানে ভুবনেশ্বরে (Bhubaneswar) উড়ে যাবে শিশুরা। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে পুরীতে। বঙ্গোপসাগরের সৌন্দর্য্য উপভোগ করবে তারা। একই সঙ্গে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবে তারা।

পিছিয়ে পড়া শিশুদের আকাশকুসুম স্বপ্নপূরণই শুধু নয়, এই কর্মসূচির মাধ্যমে এইচআইভি নিয়ে সচেতনতা প্রচারও লক্ষ্য উদ্যোক্তাদের।