বেলেঘাটায় লোহার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

0
1

শহরের বুকে ফের অগ্নিকাণ্ড। বেলেঘাটায় (Belehghata) সুরেন সরকার রোডে লোহাপট্টির কারখানায় আগুন। লোহা কাটাইয়ের (Iron cutting) কাজে আচমকা বিপত্তি। সিলিন্ডার বি*স্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘিঞ্জি এলাকার পাশে কারখানা হওয়ায় দ্রুত আগুন (Fire) ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে দমকলের চারটি ইঞ্জিন (Fire Engine) ঘটনাস্থলে পৌঁছে পকেট ফায়ার (Pocket Fire) নির্দিষ্ট করে। কালো ধোয়ায় গোটা এলাকা ছেয়ে গেছে, ফলে কারখানার ভেতরে প্রবেশ করতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। জল স্প্রে করে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। আগুনে ঝলসে দুজন গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এলাকার মানুষ বলছেন কারখানার ৫২ জন মালিক, তাঁদের এই বিষয়ে বলা হলেও সময় মতো এসে উপস্থিত হতে পারেন নি। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

অন্যদিকে শনিবার সকালেই কামারহাটির (Kamarhati Jute Mill) এক জুট মিলে ফিনিশিং বিভাগে (Finishing department) আগুন লাগে। বিধ্বংসী আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে । যেহেতু পাটের কারখানা তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানাকে গ্রাস করে । আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।