টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে গেলেও অনন্য নজির গড়লেন বিরাট কোহলি

0
5

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দল হারলেও, অনন্য নজির গড়লেন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলতেই রেকর্ড গড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ফর্ম‍্যাটে চার হাজার রান পূরণ করলেন কোহলি।

এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ফর্ম‍্যাটে চার হাজার রান পূরণ করলেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজার রানও কোহলিই পূরণ করেছিলেন। এবার চার হাজারের গণ্ডিও বিরাটই সকলের আগে টপকে গেলেন। তবে ব্রেন্ডন ম্যাকালাম প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম‍্যাটে হাজার এবং দু’হাজার রানের গণ্ডি টপকেছিলেন।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জস ব‍াটলার। প্রথমে ব‍্যাট করতে নেমে বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৬৮ রান করে ভারতীয় দল। জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ইংরেজরা।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার ভারতের, কী কী কারণে হারের মুখ দেখল ভারতীয় দল?