রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগেই গেরুয়া শিবিরকে গোহারা হারিয়ে পাঁশকুড়ার রাতুলিয়া সমবায় সমিতির ভোটে জয়ের হাসি হাসল তৃণমূল। পাঁশকুড়ার সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি ও সিপিআইএম। মোট ন’টি আসনের মধ্যে ন’টিতেই আসন পেয়েছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন:ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

সমবায় নির্বাচন ঘিরে বুধবার দিনভর বেশ টান টান উত্তেজনা ছিল। এক সময়কার সিপিআইএমের অধীনে ছিল রাতুলিয়া। সিপিআইএম জেলা সভাপতি নিরঞ্জন সিহির এলাকা হিসেবে পরিচিত ছিল। এবার সেই এলাকায় সমবায় সমিতির নয়টি আসনের ন’টিতেই জিতল তৃণমূল কংগ্রেস। সব আসনে প্রতিনিধিই দিতে পারেনি রাজ্যের গেরুয়া শিবির। ন’টির মধ্যে ছ’টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। তবে সিপিআইএম সবগুলি আসনেই তাদের প্রার্থী দিয়েছিল। তবে বুধবার নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল। খাতাই খুলতে পারেনি বিজেপি ও সিপিআইএম। সমবায় নির্বাচনে জয়ের পর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “সাংগঠনিক জেলায় যেখানেই নির্বাচন হবে, সেখানেই দেখবেন তৃণমূলের জয়জয়কার। পাঁশকুড়াও তার ব্যতিক্রম নয়। এখানে ত্রিমুখী লড়াই হয়েছে। প্রথম স্থানে তৃণমূল। মানুষ এখনও তৃণমূলের পক্ষে রয়েছে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভোট হয়েছিল নন্দকুমার ব্লকের চক শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিতে। সেখানে তৃণমূলকে হারাতে জোট বেঁধে ছিল বিজেপি ও সিপিআইএম। এই জোটের মাধ্যমে নন্দকুমারের ক্ষমতা নিজেদের হাতেই রাখে সিপিএম ও বিজেপি।তবে এই রাম-বাম জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েন তৃণমূল। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র জলঘোলা হয়েছিল। এবার পাঁশকুড়ার সমবায়ের ভোটে পুরো উল্টো ছবি। সবকটি আসনই নিজেদের দখলে রাখল তৃণমূল।






































































































































