ব্রিটেনের রাজা চার্লসকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, নির্বিকার রাজা

0
3

মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন ব্রিটেনের সিংহাসনে বসেছেন রাজা চার্লস। সেই রাজাকে লক্ষ্য করেই ছোড়া হল ডিম। একটি, দুটি নয়, পরপর বেশ কয়েকটি ডিম উড়ে আসে রাজার দিকে। যদিও একটি ডিমও তাঁর গায়ে লাগেনি। তবে রাজার সামনেই পড়েছে ডিমগুলি। ইতিমধ্যেই রাজাকে লক্ষ্য করে ছোড়া ডিমের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।দেখুন সেই ভিডিয়ো-



আরও পড়ুন:আজই বাকিংহাম প্যালেসে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন ঋষি সুনককে

বুধবার ব্রিটেনের নতুন রাজা চার্লস স্ত্রী ক্যামিলাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন । তবে লন্ডনে নয়। ইয়র্কশায়ারের ইয়র্ক শহরে। রাজা হওয়ার পর এই প্রথম স্ত্রীকে নিয়ে ব্রিটেন সফরে বেরিয়েছেন তিনি। সেই সফরের অঙ্গ হিসাবেই ইয়র্কের জনগণের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন রাজদম্পতি। শহরের মাঝখানে একটি উঠোনের মতো বিস্তৃত এলাকা রয়েছে। যার সামনে বিরাট তোরণ। পাশে সবুজ ঘাসে ঢাকা জমি। তোরণ পেরিয়ে গাড়ি থেকে নেমে রাজা চার্লস ‘প্রজা’দের দিকে এগিয়ে আসেন ও অপেক্ষারত জনতার সঙ্গে হাত মেলান । সেই সময়ই রাজাকে লক্ষ্য করে ডিম ছোড়ে এক যুবক। যা আছড়ে পরে রাজার থেকে হাতখানেক দূরে। চার্লস প্রথমটাই না বুঝলেও একের পর একে ডিম তাঁর দিকে উড়ে আসতেই বিষয়টি বুঝতে পারলেও গুরুত্ব দেননি তিনি।বরং নির্বিকার ভাবে একের পর এক অপেক্ষারত জনতার সঙ্গে হাত মেলান তিনি।

নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই যুবককে চিহ্নিত করে তাঁকে ভিড় থেকে আলাদা করে এক পাশে নিয়ে আসে।এবং ওই হামলাকারী যুবককে গ্রেফতার করা হয়। সেই সময় ওই যুবক চিৎকার করে বলছিলেন, ‘‘এই দেশ দাসেদের রক্ত দিয়ে তৈরি হয়েছে।’’ একই সঙ্গে ‘‘ব্রিটেনের রাজার লজ্জা হওয়া উচিত,’’— বলেও চিৎকার করতে শোনা যায় হামলাকারীকে। সেই চিৎকারের পাল্টা ‘গড সেভ দ্য কিং’ বলে চিৎকার করতে শুরু করেন বাকিরা।