নেপালের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎস মাটির ১০ কিলোমিটার গভীরে। সকাল সাড়ে দশটা নাগাদ কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের উত্তর-পশ্চিমের সিয়াং এলাকা।কিছুদিন আগেই বিজ্ঞানীরা হিমালয় সংলগ্ন অঞ্চল অরুণাচলে প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির কথা বলেছিলেন। তার ঠিক পরই এই ভূমিকম্প। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর কারণ হিসাবে ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির সিনিয়র জিওফিজিসিস্ট অজয় পাল বলেন, ‘ভারতীয় প্লেটের উপর ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত চাপ এবং দুই প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে হিমালয় তৈরি হয়েছে গভীর চাপ, যা সারাণত নিয়ন্ত্রণে থাকে। ভূমিকম্পের আকারে সেই শক্তি সময়ে সময়ে মুক্তি পাচ্ছে। তাই হিমালয় সংলগ্ন এলাকায় এই ধরনের ভূমিকম্প খুব স্বাভাবিক ঘটনা।’
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানিয়েছে, এ দিন কম্পনের উৎস ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। সকাল ১০টা বেজে ৩১ মিনিটে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের বাসার থেকে ৫২ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমের পশ্চিম সিয়াং এলাকা। তাতে আতঙ্ক ছড়িয়েছে সেখানে।
অরুণাচলে কম্পনের রেশ অনুভূত হয়েছে আশেপাশের এলাকা এবং পড়শি রাজ্য অসমেও। অসমের তিনসুকিয়া এবং ডিব্রুগড়েও টের পাওয়া গিয়েছে কম্পন।এবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.