আন্তর্জাতিক মঞ্চে বিজেপি(BJP) দলের প্রচার করার অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে। আগামী বছর জি-টোয়েন্টি(G-20) সম্মেলন উপলক্ষে নতুন লোগো প্রকাশ করেছে ভারত সরকার। আর সেই লোগোতে দেখা গেল পদ্ম ফুলের ছবি। এই পদ্মফুলকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পদ্ম একদিকে যেমন দেশের জাতীয় ফুল সেইসঙ্গে বিজেপির দলীয় প্রতীক। ফলস্বরূপ এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস(Congress)। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে বিজেপি দলের প্রচার করা হচ্ছে শাসক-শিবিরের তরফে।
মঙ্গলবার জি-২০ সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় তরফে একটি লোগো প্রকাশ করা হয়।সেখানে তেরঙ্গায় লেখা রয়েছে জি-২০, একটি পদ্মফুলের উপরে ‘০’ সংখ্যাটি লেখা রয়েছে। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, “সত্তর বছর আগে কংগ্রেসে পতাকাকে দেশের জাতীয় পতাকা হিসাবে বিবেচনা করার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এখন, জি-২০ সম্মেলনের লোগোতে বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল নিজেদের প্রচার করার জন্য কোনও সুযোগ ছাড়ে না।”
বিতর্কিত এই লোগো প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় পতাকার রঙেই সাজিয়ে তোলা হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলনের লোগো। সেই সঙ্গে পৃথিবী ও পদ্মের মিশেল রাখা হয়েছে। চ্যালেঞ্জের মোকাবিলা করেও যে এগিয়ে যাওয়া যায়, তার প্রতীক হিসাবে এই লোগো বানানো হয়েছে। চলতি বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে। সেখান থেকেই পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবে ভারত।