Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) আজ অ‍্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে অ্যাডিলেডে বাড়ছে বিরাট-উত্তাপ। মাঠের বাইরে হঠাৎ কোহলিকে দেখতে পেয়ে সবাই ছেঁকে ধরলেন।

২) এক সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল তাদের। সেই পাকিস্তানই টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের দল হারল ৭ উইকেটে।

৩) আইপিএলের নিলামের দিন ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বছরেই হবে আগামী আইপিএলের নিলাম। কোচিতে বসবে নিলামের আসর। এ বছর ২৩ ডিসেম্বর হবে সেই নিলাম।

৪) ছন্দে ফিরেই সমালোচকদের এক হাত নিলেন বাবর আজম। এশিয়া কাপ থেকে ছন্দে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক। এই সময় অনেক প্রাক্তন ক্রিকেটারই তাঁর সমালোচনা করেছেন। টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর তাঁদের জবাব দিলেন তিনি।

৫) কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেললেন বাবর আজম। একই সঙ্গে টি-২০ আন্তর্জাতিকে অধিনায়ক হিসাবে পূর্ণ করলেন দু’হাজার রান। বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসাবে এই নজির গড়লেন বাবর।

আরও পড়ুন:৩০ বছর পর অকল্যান্ডের পুনরাবৃত্তি সিডনিতে, কিউদের হারিয়ে ফাইনালে পাকিস্তান