শহিদ তর্পণের আগেই নন্দীগ্রামে আবার ধাক্কা শুভেন্দুর,ভেকুটিয়ায় বিদ্রোহ আদি বিজেপি নেতাদের

0
1

আজ নন্দীগ্রামে শহিদ তর্পণের আগেই আবার ধাক্কা শুভেন্দুর। ভোরের আলো ফুটতে না ফুটতেই নন্দীগ্রামের মহম্মদপুরের ভেকুটিয়ায় আদি বিজেপি নেতাদের বিদ্রোহ। নন্দীগ্রাম ১ নং অঞ্চলের পূর্ব মণ্ডলের আদি বিজেপি নেতাদের বক্তব্য, আমরা গত ১৭ – ২০ বছর ধরে বিজেপি করছি। কোনো ব্যক্তিকে দেখে আমরা দল করিনা। কিন্তু এখন এই অঞ্চলে বিজেপির যাঁরা দায়িত্বে আছেন তাঁরা আমাদের কোনও কাজ করতে দিচ্ছেন না। আমরা আমাদের দলের কোনো প্রোগ্রামেই ডাক পাই না। আমাদের কথাও কেউ শোনে না। যাঁরা এখানে সংগঠনের মাথায় বসে আছেন তাঁদের কাছেও পৌছতে পারি না। আমরা অনেক সহ্য করেছি আর নয়। আমরা আমাদের মধ্যে সংগঠন ও আমরা ঠিক করেছি এখন দলের কোনও কাজ করবো না। এরপরে আমরা কি করব এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নিইনি। নিজেদের মধ্যে আলোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেব। তবে এই অপমান আর সহ্য করব না। সাফ কথা ভেকুটিয়ার আদি বিজেপি নেতাদের।

আরও পড়ুন:বিজেপিতে ধস, শুভেন্দুর সঙ্গীরা দলবেধে তৃণমূলে

এই ঘটনা হইচই পড়ে গিয়েছে নন্দীগ্রামে। মাত্র কয়েকদিন আগে জয়দেব দাস এর নেতৃত্বে ৩২ জন বিজেপির পদাধিকারী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই ধাক্কা সামনে ওঠার আগেই আবার বিদ্রোহ নন্দীগ্রামের ভেকুটিয়ার বিজেপি নেতৃত্বের।