বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি ত্রিপুরায়। তবে তার আগে জোর ধাক্কা খেলো বিজেপি আইপিএফটি জোট। এবার ইস্তফা দিলেন আইপিএফটির বিধায়ক মেবার কুমার জমাতিয়া (Mevar Kumar Jamatia)। মঙ্গলবার অধ্যক্ষের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে প্রদ্যোত মানিক্য দেববর্মার দল তিপ্রামথাতে যোগ দিতে পারেন জমাতিয়া।

গত কয়েক মাস ধরেই দলের সঙ্গে ঠান্ডা লড়াই চলছিল জমাতিয়ার। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। দেখা যাচ্ছে তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং দিল্লি পুলিশ দফায় দফায় তাকে জেরাও করে। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর এদিন হঠাৎ নিজের ইস্তফা পত্র জমা দেন ওই বিধায়ক। এই নিয়ে গত কয়েকমাসে বিজেপি ও তাদের জোটসঙ্গীদের ৫ বিধায়ক পদত্যাগ করলেন।
এর আগে আইপিএফটির (IPFT) বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা এবং বৃষকেতু দেববর্মা পদত্যাগ করেন। তাঁরা যোগ দিয়েছেন প্রদ্যোত মানিক্য দেববর্মার (Pradyot Manikya debbarma) তিপ্রামথাতেই। তার আগে বিধায়ক পদ ছাড়েন বিজেপির আশিস দাস ও সুদীপ রায়বর্মণ। তাঁরা যোগ দিয়েছেন কংগ্রেসে (Congress)। সবমিলিয়ে নির্বাচনের আগে যেভাবে গেরুয়া জোটে ভাঙন ধরেছে তাতে চিন্তায় ত্রিপুরার শাসক দল।













































































































































