অসমের(Assam( কিশোরীকে গণধর্ষণ ও সেই ভিডিও রেকর্ড করার অভিযোগ উঠল ছয় নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ অসমের করিমগঞ্জে(Karimganj)। অভিযোগ ১৩ বছর বয়সী ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে গণধর্ষণ করে ৬ জন নাবালক। অভিযুক্তদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে অসম পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার সময় কিশোরীর বাবা মা কেউ বাড়িতে ছিল না। অভিযুক্ত নাবালকরা জোর করে বাড়িতে ঢুকে তাকে একে একে ধর্ষণ করে। মোবাইলে এই ঘটনার ভিডিও রেকর্ড করে এবং কিশোরীকে মারধর করে। কিশোরী ভয় পেয়ে প্রথমে তার পরিবারকে কিছু না জানালেও পরে বাবা মাকে সবটা জানায় এবং পরিবারের তরফে ওই ৬ জন নাবালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার ৬ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ৬ জনের মধ্যে একজন ধর্ষণের ভিডিও রেকর্ড করেছিল। সেই ভিডিও পরে পুলিশ উদ্ধার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, কিশোরী এবং অভিযুক্ত নাবালকদের পরিবার চা-বাগানের কর্মী।













































































































































