সেমিফাইনালের আগে হাতে চোট পেলেন রোহিত শর্মা

0
3

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। তার আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতে চোট পান তিনি। রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এস রঘু। অ্যাডিলেডে সেই অনুশীলনের সময় রোহিতের হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল এসে লাগে ভারত অধিনায়কের হাতে। বেশ কিছুক্ষণ বরফ দিতে দেখায় যায় রোহিতকে।

এই ঘটনার পরই রোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধুই রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে। রোহিত নেটে ফেরায় প্রাথমিকভাবে স্বাস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় শিবির। চোট গুরুতর হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের চিকিৎসকরা রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন। যদিও এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু বলা হয়নি।