চলন্ত অটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা। প্রাণ খোয়ালেন ৪জন যাত্রী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। জেলার কাশেড়ি ঘাট এলাকায় একটি ডাম্পার বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিতে ধাক্কা মারে। ওই এলাকার চোল গ্রামের দিক থেকে প্রহ্লাদপুরের দিকে যাচ্ছিল অটোটি। পাশাপাশি যাওয়ার সময় অটোর উপর উল্টে যায় ডাম্পারটি। এর ফলে অটোতে থাকা চারজন ব্যক্তিই ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রশাসন। মৃতদের আত্মার শান্তিও কামনা করেছেন তিনি। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, মধ্যপ্রদেশের ট্রাক্টর উল্টে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। ট্রাক্টর উল্টে যাওয়ায় মৃত্যু হয়েছে তিনজনের, আহত কমপক্ষে ২৫। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ওই ট্রাক্টরটিতে পুণ্যার্থীরা ছিলেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।












































































































































