এখনও বিপন্মুক্ত নন ঐন্দ্রিলা। নতুন সংক্রমণের হদিশ মিলেছে নায়িকার শরীরে। হাসপাতাল সূত্রে খবর, ৭দিন কেটে গেলেও এখনও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। ‘সি প্যাপ’ সাপোর্টে রয়েছেন অভিনেত্রী।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াই চালিয়েছেন ঐন্দ্রিলা। জয়ীও হয়েছিলেন। ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন অভিনেত্রী। শুরু করেছিলেন কাজ। সুস্থ হওয়ার পরেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এরপর জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে সব্যসাচীও ছিলেন।
আরও পড়ুন- পঞ্চায়েতে তৃণমূলে আদি -নব্য ঐক্যবদ্ধ লড়াই, তমলুকে বিজেপিকে তোপ দেগে মন্তব্য কুণালের