অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে তলব ইডির

0
1

অনুব্রত কন্যা, হিসেবরক্ষকের পর এবার অনুব্রত মণ্ডল ‘ঘনিষ্ঠ’ বোলপুরের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকেও এ বার জেরার জন্য দিল্লিতে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।যদিও এর আগে বিশ্বজ্যোতির বাড়িতেও যায় ইডি আধিকারিকরা। তবে সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

আরও পড়ুন:লাগাতার দু’দিন জিজ্ঞাসাবাদ পর আজ ফের সুকন্যাকে তলব ইডির

বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর ব্যাঙ্কের নথি ও সম্পত্তির সমস্ত নথি নিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। সেখানেই বিশ্বজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই মর্মে সোমবারই বিশ্বজ্যোতির কাছে একটি চিঠিও এসে পৌঁছেছে বলে খবর।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় সায়গালকে জগ্রেফতার করেচ্ছে ইডি। ইতিমধ্যে তিহার জেলে রয়েছে সায়গল। এদিকে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকেও। পরপর তিনদিন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ইডির সদর দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি আধিকারিকরা।এবার অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকেও জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা।