গত শুক্রবার কর্নাটকে(Karnataka) গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ইন্টেলিজেন্স ব্যুরোর(IB) এক অবসরপ্রাপ্ত অফিসারের। প্রাথমিকভাবে এটি নিছক দুর্ঘটনা(Accedent) বলে অনুমান করা হলেও এই ঘটনার তদন্তে নেমে খুনের তত্ত্ব পেলেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ ঘটিয়ে দেখতেই জানা গেল, যে গাড়িটি ওই প্রাক্তন আধিকারিককে ধাক্কা মেরেছে তাতে ছিল না কোনও নাম্বার প্লেট। ফলস্বরূপ এই ঘটনায় দুর্ঘটনার পরিবর্তে খুনের(Murder) ধারায় মামলা রুজু করেছে পুলিশ(Police)।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি সংকীর্ণ রাস্তার বাঁ-দিক দিয়ে হেঁটে যাচ্ছেন অবসরপ্রাপ্ত আইবি অফিসার। উলটোদিক থেকে একটি গাড়ি থেকে তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। গাড়িটি যেভাবে আসছিল এবং ধাক্কা মারার ঠিক আগেই গাড়িটি আরও গতি বাড়াচ্ছিল, তা দেখে পুলিশের ধারণা, পরিকল্পনামাফিক ওই অবসরপ্রাপ্ত আইবি অফিসারকে খুন করা হয়েছে। মাইসুরু সিটির পুলিশ কমিশনার চন্দ্রগুপ্ত জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতারির জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি বলেছেন, ‘ঘটনার তদন্তে তিনজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের দল গঠন করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার মাইসুরু বিশ্ববিদ্যালয়ের গঙ্গোত্রী ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স বিভাগ লাগোয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অবসরপ্রাপ্ত অফিসার আরএস কুলকার্নি (৮৩)। সেইসময় উলটো দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। দ্রুত তাঁকে একটি স্থানীয় নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অবসরপ্রাপ্ত আইবি অফিসারের।













































































































































