নন্দকুমারে সমবায় ভোটে বামেদের সঙ্গে বিজেপির জোট!

0
3

নন্দকুমার ব্লকের বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে ধাক্কা  খেল তৃণমূল! পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের চকসিমুলা গ্রাম পঞ্চায়েতের সমবায় নির্বাচনে বাম-বিজেপি জোট বেধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করল। বহুবার তৃণমূল অভিযোগ করেছে যে রাজ্যে বাম-বিজেপি আঁতাত আছে। নন্দকুমারের সমবায় নির্বাচনে সেই আঁতাত প্রকাশ্যে এল।

বাম এবং বিজেপির জোট নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, এখন তো প্রকাশ হয়ে গেল বাম-বিজেপি আঁতাত আছে। বিজেপি ও সিপিএম যৌথভাবে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও সমিতি গঠন করেছে বলে জানা গিয়েছে। আর এই সমিতিই একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নামে। বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডে মোট আসন ছিল ৬৩টি। এর মধ্যে একেবারে এর মধ্যে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫২ টি আসন জিতেছে জোটের সদস্যরা।