রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যেভাবে দেশের মানুষের উপর করোনাকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই করোনা মোকাবিলায় কেন্দ্র ব্যর্থ ! সবার আগে এটা নিয়ে রাষ্ট্রসঙ্ঘে চিঠি লেখা উচিত ছিল। করোনার জন্য দেশের মানুষ ভুগেছে। ডেঙ্গি এই সময় প্রত্যেক বছর হয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরসভা, পঞ্চায়েত, প্রশাসন সবাই একযোগে তার মোকাবিলা করছে।
কুণাল বলেন, শুভেন্দু আগে একটা চিঠি লিখুক সেখানে ও,ওর ভাই আর বাবা তৃণমূল এবং সরকারের কোন কোন পদে ছিলেন কি কি পেয়েছেন সেই হিসেব দিন। তার ঘনিষ্ঠ আত্মীয়রা কে কটা সরকারি চাকরিতে রয়েছে এইটুকু প্রকাশ করুক।
রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা সোমবারই খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।এই বিষয়ে কুণাল বলেন, একটা জিনিস স্পষ্ট যে মিথ্যা অভিযোগ করা হয়েছিল। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, মহিলা হিসেবে ওনার উচিত কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারকে স্বাগত জানানো। ওনাদের কথার বিশেষ গুরুত্ব দিই না আমরা। এরকম কথা ওরা বলেই থাকেন। বিজেপির কোনও জনভিত্তি নেই, মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই।