রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো মারকাটারি ইনিংসে ভর করে রেকর্ডবুকে নিজের নাম তোলেন ‘মিস্টার ৩৬০’। আর সূর্যকুমারের এই ইনিংস দেখে উচ্ছসিত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।
SKY-এর ব্যাটিং দেখে দ্রাবিড় বলেন,” সূর্য দুরন্ত। ওর খেলা দেখার মধ্যে আনন্দ আছে। এই রকম ছন্দে থাকলে তো আরও ভাল লাগে। ওর শট দেখে মনে হয় যে, সূর্যের মনে কোনও দ্বিধা নেই। সূর্য প্রচণ্ড পরিশ্রম করে। নেটে যে পরিমাণ সময় কাটায় এবং ফিটনেসের উপর নজর দেয় তা প্রশংসনীয়। দু’বছর আগের সূর্য অন্য রকম ছিল। এখন শরীরের দিকে অনেক বেশি নজর দেয় ও। ফিটনেসের পিছনে সময় দেয়। এই পরিশ্রমের ফলটাই মাঠে পাচ্ছে ও। আশা করি ও এটা আরও অনেক দিন করতে পারবে।”
আইসিসি-র ক্রমতালিকায় টি-২০ ক্রিকেটে এক নম্বর সূর্যকুমার যাদব। এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ২২৫ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ১৯৩.৯৬। এই নিয়ে দ্রাবিড় বলেন,”এই কারণেই তো এখন সূর্য বিশ্বের এক নম্বর। এমন স্ট্রাইক রেটে ধারাবাহিক ভাবে রান করে যাওয়া সহজ নয়। যেভাবে ও খেলছে সেটা দুর্দান্ত। আমার মনে হয় ওর ভাবনা খুব পরিষ্কার। কী করবে ও সেটা খুব ভাল ভাবে জানে।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস













































































































































