হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু কাতার ২০২২ বিশ্বকাপ। তার আগে এক এক করে দল ঘোষণা করছে এক একটি দেশ। এদিন আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাঁচ বারের ফুটবল বিশ্বজয়ী দেশ ব্রাজিল। বিশ্বকাপে লড়ার জন্য ২৬ জন হলুদ সবুজ সৈন্যর কথা ঘোষণা করলেন কোচ তিতে।
২৬ জনের এই দল দেখে আশাবাদী হতেই পারেন বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকেরা। একদিকে দলে যেমন রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, এন্টনি, রড্রিগোর মতো তরুণ প্রতিভা তেমনই রয়েছে অভিজ্ঞতায় সম্পূর্ণ থিয়াগো সিলভা, নেইমার, মার্কুইনহোসরা। রয়েছন দানি আলভেজও।
একনজরে দেখে নিন বিশ্বকাপে ব্রাজিল দলের ২৬ জন ফুটবলারের তালিকা
গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডেরসন, ওয়েভারটন পেরেইরা ডা সিলভা।
ডিফেন্ডার- থিয়াগো সিলভা, মার্কুইনহোস, এডের মিলিটাও, ব্রেমার, অ্যালেক্স টেলেস, ডানিলো, দানি আলভেজ, অ্যালেক্স স্যান্ড্রো।
মিডফিল্ডার- ব্রুনো গুইমারেইস, পাকুয়েতা, ফাবিনহো, ফ্রেড, রাফিনহা, ক্যাসেমিরো, এভারটন রিবেইরো।
ফরোয়ার্ড- গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, রড্রিগো, অ্যান্টনি, মার্টিনেলি, পেড্রো।