উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, একসঙ্গে ২ প্রজাতির হানা: একদিনে কলকাতা-বিধাননগরে মৃ*ত ৩

0
1

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। গত চব্বিশ ঘণ্টায় কলকাতা ও বিধাননগরে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সল্টলেক আমরিতে ভর্তি ছিলেন কেষ্টপুরের বাসিন্দা সোমনাথ দে। তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এনআরএসের এক সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। রুবি হাসপাতালে মৃত্যু আবু সৈয়দ মহলাদার নামে এক ডেঙ্গি আক্রান্তর মৃত্যু হয়েছে। তাঁর বয়স বছর চল্লিশ।

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরপর মৃত্যু খবর মেলায় উদ্বিগ্ন প্রশাসন। এই উদ্বেগ বাড়িয়ে নাইসেড (NICED) জানিয়েছে, রাজ্যে একসঙ্গে ডেঙ্গির দুই প্রজাতি হানা দিচ্ছে-DENG 2 ও DENG 3 সেরোটাইপ। নাইসেড সূত্রে খবর, অক্টোবরের নমুনায় ৬০ শতাংশ রক্তে DENG 3 সেরোটাইপ মিলেছে। ৪০ শতাংশ নমুনা পরীক্ষায় ধরা পড়েছে DENG 2। এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা (Corona) হয়েছে কি না তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।