জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের সৌজন্যে নজির গড়লেন SKY

0
8

রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামার আগেই সেমিফাইনালের টিকিট পাঁকা করে ফেলেছিল ভারতীয় দল। তাই এই ম‍্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার হলেও, এই ম‍্যাচে দেখল ভারতীয় ব‍্যাটারদের মারকুটে ইনিংস। যার সুবাদে অনন্য নজিরও গড়েন সূর্যকুমার যাদব।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। একটা সময় যেখানে মনে হচ্ছিল যে ভারত ১৫০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, সেখানে সূর্যকুমার যাদবের সৌজন্যে ২০ ওভারে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। SKY ৬১ রানে অপরাজিত। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই দুরন্ত ইনিংস খেলতেই নজির গড়েন সূর্যকুমার যাদব। সূর্যের সেই বিধ্বংসী ইনিংসে মজেছেন নেটিজেন থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। অপরদিকে ৫১ রান করেন কে এল রাহুল।

এদিন চারে ব্যাট করতে নেমে ২৫ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেললেন সূর্যকুমার। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো মারকাটারি ইনিংসে ভর করে রেকর্ডবুকে নিজের নাম তুললেন ‘মিস্টার ৩৬০’। সূর্য প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার রেকর্ড করলেন। এর আগে ২০২১ সালে পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ান প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০ রানের গণ্ডি টপকেছিলেন দেশের জার্সিতে কুড়ি ওভারের ফরম্যাটে।

আরও পড়ুন:ম‍্যাচ হারের কারণ হিসাবে রান সংখ‍্যাকে কাঠগড়ায় তুললেন শাকিব