মানিকতলার কারখানায় বিধ্বংসী আগুন, কালোধোঁয়ায় ঢাকল আকাশ

0
2

মানিকতলায় মুরারিপুকুরে কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও।ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনিও।

আরও পড়ুন:শালিমার এক্সপ্রেসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মানিকতলা ১৬ নম্বর মুরারিপুকুর রোডে রয়েছে ওই আলমারি কারখানাটি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ওই কারখানাটি। রবিবার সকালে আচমকাই ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কিছুক্ষণের মধ্যেই তাঁরা কারখানার ভিতরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

দমকল আধিকারিক জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কারখানার ভেতর রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।