পায়ের তলায় মাটি নেই, উত্তরবঙ্গে ভোটের আগে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি!

0
2

পায়ের তলায় মাটি নেই। নেই জনসংযোগ। পঞ্চায়েত ভোটের আগে অশান্তিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি (BJP)! উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) গলায়। পঞ্চায়েত নির্বাচনে কী হিংসার আশঙ্কা করছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জোর গলায় বললেন, “অশান্তির চেষ্টা হলে ‘কোচবিহার দাওয়াই’ হবে।“ এই মন্তব্যকে ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়। তবে কী বিধানসভা ভোটের শীতলকুচির সেই হিংসার কথা বলতে চাইলেন বিজেপি নেতা? যেখানে ভোটের লাইনে দাঁড়িয়ে আধাসেনার গুলিতে ৫ নিরীহ গ্রামবাসীর প্রাণ গিয়েছিল! সেই জখম এখনও দগদগে হয়ে আছে রাজ্যবাসীর মনে। যা নিয়ে তদন্তও এগোয়নি ঠিক পথে। আর সেই হিংসাকেই ফের উষ্কে দিতে চাইছেন বিজেপি নেতা? মানুষ আতঙ্কিত।

সুকান্ত মজুমদারের এই মন্তব্যের তীব্র নিন্দা করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি এইভাবেই হিংসা ছড়াতে চাইছে। গুজরাটেও হত্যালীলা চালিয়েছিল বিজেপি।

আরও পড়ুন- মা-বোন-ঠাকুরদাকে কুপিয়ে খু*ন করল কিশোর! রেহাই পেলেন না প্রতিবেশীও