শান্তিনিকেতনের ছায়া এবার বালুরঘাটে। ৮ বছরের শিশুর মৃ*ত্যু ঘিরে এবার চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রায় দেড় দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দীপ হালদার (Deep Haldar)নামে এক শিশুর মৃ*তদেহ। বাড়ির সামনের খাঁড়ি থেকে উদ্ধার দেহ, থানায় আত্মসমর্পণ (Surrender) করলেন প্রতিবেশী (neighbor)। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । ঠিক কী কারণে এই খু*ন তা এখনও স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ (Balurghat Police)।
বাড়ির কাছের খাঁড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধারের পরই উত্তেজনা ছড়াল এলাকায়। এরপরই স্থানীয়দের তরফ থেকে অভিযুক্ত মানস সরকারের বাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি আসবাবপত্রও পুড়িয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। মৃত শিশুর পরিবার বাক্রুদ্ধ। তাঁরা বলছেন তাঁদের পরিবারের সঙ্গে কারোর কোনও শত্রুতা নেই। তাহলে কীসের জন্য এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। বাড়িতে ঠাকুমার সঙ্গেই থাকত ৮ বছরের দীপ হালদার। অভিযুক্ত প্রতিবেশী থাকতেন কয়েকটা বাড়ি পরেই। রবিবার সকাল থেকেই মানসের বাড়ির কাউকে দেখা যাচ্ছিল না। পরে বিকেলের দিকে অভিযুক্ত নিজে বালুরঘাট থানায় আত্মসমর্পণ করে খুনের কথা স্বীকার করে নেন। এলাকার মানুষ বলছেন অভিযুক্ত বিভিন্ন ধরণের নেশায় আসক্ত ছিলেন। প্রাথমিক ভাবে মনে করে হচ্ছে পাচার করার অভিসন্ধি নিয়েই অপহরণ করা হতে পারে। কিন্তু খুনের পেছনে ঠিক কী কারণ তা নিয়ে তদন্তে পুলিশ।








































































































































