কাপুর-ভাট পরিবারে নতুন সদস্য, কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া

0
1

কাপুর-ভাট পরিবারে এলো নতুন সদস্য। রবিবার, কন্যাসন্তানের (Girl Child) মা হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। এদিন সকালেই হাসপাতালে ভর্তি করা হয় রণবীর-ঘরণীকে। হাসপাতাল সূত্রে এই খবর, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

এবছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর-আলিয়া ভাট। এদিন সকাল ৭টায় আলিয়াকে দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। প্রাকৃতিক উপায়েই সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন অভিনেত্রী। সেই মতোই তাঁর প্রসব হয়েছে বলে হাসপাতালে সূত্রে খবর।