সিউড়িতে তৃণমূল কর্মী খু*নে ধৃত ১৫, রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ফিরহাদের

0
1

তৃণমূল কর্মী খু*নে কড়া বার্তা মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। তাঁর বীরভূম (Birbhum) সফরের মধ্যেই শনিবার রাতে সিউড়ির (Siuri) বাঁশজোড়ে খুন হন তৃণমূল (TMC) কর্মী ফয়জল শেখ (Fayjal Shekh)। ঘটনা পরিপ্রেক্ষিতে রবিবার সকালে, সিউড়ির সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে ফিরহাদের মন্তব্য “সকালেও বোমার আওয়াজ পেয়েছি। রাজনৈতিক রং না দেখে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে।” ঘটনায় ১৫জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, স্থানীয় গোলমালের জেরে খু*ন হন ফয়জল। ভোজালি দিয়ে কুপিয়ে হ*ত্যা করা হয় তাঁকে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধেই। ফিরহাদ হাকিম (Firad Hakim) বলেন, “আমি পুলিশকে বলেছি, কাউকে ছাড় দেওয়া যাবে না। দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এডিজিকে (ADG) সকালে ফোন করেছিলাম। আমি সকালে বোমার আওয়াজ পেয়েছি। অপরাধীরা অপরাধীই। তারা কারও লোক নয়।”

খু*নের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত কাজল শাহ-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদের জেলা আদালতে তোলা হলে কাজল-সহ ৫ অভিযুক্তকে ৫ দিনের পুলিশ (Police) হেফাজত এবং বাকি ১০ জনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক।

আরও পড়ুন- আবার উত্তরপ্রদেশে দ*লিত-হত্যা! পেয়ারা পাড়ায় প্রতিবেশী যুবককে পিটিয়ে খু*ন