দলের সঙ্গে জন্মদিন পালন বিরাট কোহলির, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

0
1

আগামিকাল টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ভারতীয় দল ফুরফুরে মেজাজে। আজ ৫ নভেম্বর। ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা একনম্বর ব‍্যাটার বিরাট কোহলির জন্মদিন। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রস্তুতির ফাঁকেই ছোট করে পালন করা হল কোহলির জন্মদিন। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। কীভাবে পালিত হল ভারতের প্রাক্তন অধিনায়কের জন্মদিন? সেটা জানাতে ভুললেন না রবিচন্দ্রন অশ্বিন। সাংবাদিক বৈঠকে এসে অশ্বিন বললেন, গোটা দলের সঙ্গে কেক কেটেই কোহলির জন্মদিন পালন করা হয়েছে।

এদিন অশ্বিন বলেন,” আমরা একটা কেক এনেছিলাম। কেকটা ঋষভ পন্থই এনেছিল। অনুশীলনে আসার আগে কেক কেটে ওর জন্মদিন পালন করলাম।”

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে, কোহলিকে বাকি সতীর্থদের সঙ্গে নিয়ে কেক কাটতে। কোহলির বাঁ দিকে ছিলেন মনোবিদ প্যাডি আপটন। তাঁর জন্মদিন আজকে। ডান দিকে যুজবেন্দ্র চ‍্যাহাল, মহম্মদ সিরাজ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব-সহ বাকি সতীর্থরা।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে অন‍্যান‍্য বার স্বামী বিরাট কোহলির জন্মদিনে সঙ্গে থাকলেও, এবার চাকদাহ এক্সপ্রেসের শুটিংয়ের জন‍্য বিরাটের কাছে নেই স্ত্রী অনুষ্কা শর্মা। জন্মদিনে কোহলির পাশে না থাকলেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুষ্কা। বিরাটের একগুচ্ছ ছবি একসঙ্গে করে সকাল সকাল পোস্ট করে অনুষ্কা লিখেছেন, “আজ তোমার জন্মদিন প্রিয়, অবশ্যই তোমার সবচেয়ে ভাল মুহূর্তের ছবি এই পোস্টে রাখলাম। যে কোনও পরিস্থিতিতে তোমায় ভালবাসি। চিরদিন বাসব।”

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আরও পড়ুন:প্রতি ম‍্যাচে গোলের সুযোগ নষ্ট করছে ইস্টবেঙ্গল এফসি, হতাশ স্টিফেন