Behala: পাঁচিল নিয়ে বিবাদ, ৬ জনকে ধারাল অ*স্ত্রের কোপ সরশুনায়

0
1

শনিবারের বারবেলায় রাস্তার ধারেই ৬ ব্যক্তিকে এলোপাথাড়ি কো*প। ঘটনার জেরে তীব্র আ*তঙ্ক ছড়িয়েছে বেহালার সরশুনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সরশুনার রাখাল মুখার্জি রোডে (Rakhal Mukherjee Road)একটি পাঁচিল তোলাকে কেন্দ্র করে তিন প্রতিবেশীর মধ্যে চরম অশান্তি শুরু হয়। বাকবিতণ্ডা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। সেই সময় ধারাল অ*স্ত্র নিয়ে প্রতিবেশীদের (neighbors) দিকে তেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত প্রদীপ অধিকারীর (Pradip Adhikari)বিরুদ্ধে।

পাঁচিল তোলাকে কেন্দ্র করে র*ক্তাক্ত বেহালা সরশুনার রাখাল মুখার্জি রোড। পুলিশ সূত্রে জানা যায় প্রাথমিক বচসার পরেই অভিযুক্ত প্রদীপ অধিকারী দোকান খেকে ধারাল অ*স্ত্র বের করে স্থানীয় বাসিন্দাদের পরপর কোপ মারতে শুরু করেন। ধারাল অ*স্ত্রের আঘাতে জখম হন ৬ জন। তাঁদের গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital) ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রদীপ অধিকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে সরশুনা থানার পুলিশ (Sarashuna police station)।