গুজরাটের সেতু বিপর্যয়ের পর মোরবিতে শোকে আবহ। বিপর্যয়ে কেউ হারিয়েছেন তাঁর পুরো পরিবারকে। কেউ হারিয়েছেন তাঁর সন্তানদের। অনেক শিশু আবার অনাথ হয়ে গিয়েছে। সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই মোরবীর স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছেন। আর ঠিক এমনসময় অনাথ শিশুদের দায়িত্ব নিতে এগিয়ে এলেন বসন্ত গজেরা।

আরও পড়ুন:সেতু দুর্ঘটনায় আহতদের দেখতে মোরবির হাসপাতালে মোদি, রাতারাতি রোগীর চাদর বদল, সংস্কার চলছে জোরকদমে

এর আগেও গুজরাটের যে কোনও বড় বিপর্যয়ে হাত বাড়িয়ে দিয়েছেন বসন্ত। এবারও তার অন্যথা হল না। বসন্ত আসলে সুরতের হিরে ব্যবসায়ী। কিন্তু সেবামূলক কাজে তিনি সবসময় হাত বাড়িয়েছেন। সেতু বিপর্যয়ের পর বসন্ত ঘোষণা করেছেন, এই দুর্ঘটনায় যে সব ছেলেমেয়ে তাদের অভিভাবকদের হারিয়েছে, সেই সব অনাথদের দেখাশোনা করার পুরো দায়িত্ব নেবেন তিনি। শুধু দায়িত্ব নেওয়াই নয়, তাঁদের নিজের পায়ে দাঁড় করানো পর্যন্ত সহযোগিতা করে যাবেন।
তাঁর কথায়, “এই দুর্ঘটনায় যে সব ছেলেমেয়ে অনাথ হয়ে গিয়েছে, তাদের দায়িত্ব নেব। এদের শিক্ষা থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব।” বাৎসল্যধাম নামে গজেরার একটি শিক্ষায়তন রয়েছে। সেখানে একশোরও বেশি অনাথ শিশুদের নিখরচায় পড়ানো হয়। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সেই সব শিশুদের সব খরচ বহন করেন গজেরা।






































































































































