শাকিবের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন সেহবাগ

0
1

বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। গত বুধবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে শাকিব বলেছিলেন, বাংলাদেশ বিশ্বকাপ জিততে আসেনি। আর তাঁর এই মন্তব্যের তীব্র সমলোচনা করলেন সেহবাগ।

এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” এই মন্তব্যের দায় অধিনায়ককেই নিতে হবে। নাজমুল হোসেন শান্ত প্রথমে আউট হয় ভারতের বিরুদ্ধে। সেই ওভারেই শাকিবও আউট হয়ে গেল। পরপর ৩ উইকেট হারায় বাংলাদেশ। একটা জুটি ওরা তৈরি করতে পারলে অন্য রকম হতে পারত। টি-২০ ক্রিকেটে একটা ৫০ রানের জুটি দরকার হয়।”

এখানেই না থেমে সেহবাগ আরও বলেন,”ওদের অধিনায়কের কৌশলটাই ভুল ছিল। বিরাট কোহলির মতো দায়িত্ব নিয়ে শাকিবের উচিত ছিল শেষ পর্যন্ত উইকেটে থাকা। দলকে চাপ থেকে বের করে আনা উচিত ছিল অধিনায়কের। তা না করে ম্যাচের আগে অবিবেচকের মতো একটা মন্তব্য করে দিল।”

উল্লেখ‍্য বুধবার ভারতের কাছে টি-২০ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই করেন লিটন দাস।

আরও পড়ুন:কেরলের জলাশয়ের মাঝে বসল মেসির ৩০ ফুট উচ্চতার কাট-আউট