অনুব্রতর লটারি (Lottery) জেতা নিয়ে এবার কোমর বেঁধে নামল সিবিআই (CBI)। প্রসঙ্গত চলতি বছর জানুয়ারি মাসে অনুব্রতর (Anubrata Mandal) লটারিতে কোটি টাকা জেতার ছবি ভাইরাল হয়। সত্যিই কি লটারির টিকিটে পুরস্কার জিতেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল? অনুব্রতর সেই কোটি টাকার লটারি জয় রহস্যের সমাধানে এবার লটারির দোকানে হানা দিল সিবিআই।

লটারির তদন্তে নেমে শুক্রবার বোলপুরের একটি লটারির টিকিট বিক্রির দোকানে হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা। শুক্রবার সকালে ‘রাহুল লটারি এজেন্সি’ নামে ওই দোকানে যায় সিবিআই। কর্মীদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। এর পরেই কাগজপত্র নিয়ে সিবিআই ক্যাম্পে গিয়ে দেখা করতে বলা হয় দোকানের মালিক শেখ আইনুলকে। তিনি নির্দেশ মেনে ক্যাম্পে গিয়ে দেখাও করেন। এককথায় লটারিতে অর্থপ্রাপ্তির বিষয়ের সব প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার লটারি বিক্রেতার সঙ্গে কথা বলছে তদন্তকারীরা। আদৌ অনুব্রত মণ্ডলই টিকিটটা কিনেছিলেন কি না, সেটাও নিশ্চিত হতে চাইছে সিবিআই।

প্রসঙ্গত গত বুধবার বোলপুরের একটি লটারির দোকানের মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। সেই সময় তিনি নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছেন। পরবর্তীতে রতনকুঠিতেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে হয় তাঁকে। শুক্রবার সকালে বোলপুরের অন্য একটি লটারির দোকানে হাজির হন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন- রুজিরা- মেনকার মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের




































































































































