চলতি বিশ্বকাপে সাফল্যের রহস্য কী? জানালেন স্বয়ং অর্শদীপ

0
1

চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে অর্শদীপ সিং। প্রশংসা কুরাচ্ছেন ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে যে বোলিং করেছেন তাঁর জন‍্য প্রশংসা কুড়িয়েছেন। অর্শদীপের এই সাফল্যের মন্ত্র কী? নিজেই জানালেন সে কথা।

এদিন এক সাক্ষাৎকারে অর্শদীপ বলেন,”আমি সব সময় ধারাবাহিকতায় বিশ্বাস করি। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি আলগা বল করা চলে না। নতুন হোক বা পুরনো বল, আমি দুটোতেই ভাল খেলতে চাই। উইকেটও নিতে চাই, রানও নিয়ন্ত্রণ করতে চাই। দলের বোলিং কোচ আমাকে রান আপ নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। উনি বলেছেন, আমার সোজাসুজি বোলিং করতে এলে লাইন ঠিক থাকবে। অস্ট্রেলিয়ার পিচে খারাপ লাইনে বল করলে চলবে না। তাই অতিরিক্ত চেষ্টা পরিশ্রম করছি।”

অস্ট্রেলিয়ার পিচে অর্শদীপের বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে। বিশেষ করে ডেথ ওভারে প্রতি ম্যাচেই দলকে ভরসা দিচ্ছেন। এই প্রসঙ্গে ভারতেয তরুণ তুর্কী বলেন, “বিশ্বকাপের এক সপ্তাহ আগে পারথে চলে এসেছিলাম। বিভিন্ন লেংথে বল করে অনুশীলন করেছি। অনুশীলনের সময় লেংথের পাশাপাশি বাউন্সের দিকে আলাদা করে নজর দিয়েছি। প্রস্তুতি ভাল হলে ফলাফলও ভাল হয়।”

আরও পড়ুন:বিরাটের বিরুদ্ধে ফিল্ডিং-এর অভিযোগ আনলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা