দেশে বড়সড় নাশকতার ছক কষছে আল-কায়েদার ভারতীয় শাখা। তাদের টার্গেটে রয়েছে ভারতের একাধিক ভিভিআইপি। এক জঙ্গিকে গ্রেফতার করার পর এমন চাঞ্চল্য তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিশের(Kolkata Police) স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া পেনড্রাইভ(pen drive) থেকে মিলেছে এইসব তথ্য।
সম্প্রতি কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স গ্রেফতার করেছে ভারতীয় আল-কায়েদার জঙ্গি মহম্মদ হাসানাতকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পেনড্রাইভ। এই পেনড্রাইভের থাকা বহু তথ্য ছিল কোড ওয়ার্ডে। কোক ওয়ার্ড ভাঙার পর প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, দেশের একাধিক শহরে বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। জঙ্গি হামলা চালানোর পর বাংলাদেশে পালানোরও রাস্তা তৈরি করে রেখেছিল তারা। পেনড্রাইভ থেকে জানা গিয়েছে যে, আল কায়দা (Al Qaedaa) দেশের অন্তত এক ডজন ভিআইপিকে টার্গেট করেছিল। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও। যদিও ওই নেতাদের নাম কোড ভাষায় লেখা রয়েছে। উৎসবের মধ্যেই বিস্ফোরণের মতো নাশতকা ঘটানোর ছকও ভারতীয় আল কায়েদার জঙ্গিরা কষেছিল বলে জানা গিয়েছে।
গত কয়েক মাসে চারজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata STF)। মঙ্গলবার তাদেরই এক সঙ্গী আজিজুল হককে কলকাতার উপকণ্ঠ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের দাবি, এর আগে বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা কলকাতা ও দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের আজিজুল জাল আধার কার্ড তৈরি করে রাতারাতি এই দেশের নাগরিক করে দিত। বুধবার পাঁচজনকেই ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এসটিএফ।