বুধবারের পর ফের বৃহস্পতিবারও দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি। নথি হাতে ইডির দফতরে ঢুকতে দেখা যায় তাঁকে। পাশপাশি, আজ তলব করা হয়েছে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি ও ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে।গতকালের মতোই আজও ফের সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
আরও পড়ুন:Sukanya Mondal: সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যা মণ্ডলকে জেরা ইডি-র
ইডি’র তরফে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিসে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছিল।কিন্তু বান্ধবীর চিকিৎসা করাতে তিনি ভিনরাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়েছিলেন। এরপর বুধবার তিনি ইডির দফতরে হাজিরা দেন। প্রায় আটঘণ্টা জেরার পর সওয়া ছ’টা নাগাদ ইডির দফতর থেকে বেরোন সুকন্যা।
ইডি সূত্রের খবর, আজও তাঁকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথামিক শিক্ষিকা হয়েও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এল, সেই প্রশ্ন করা হবে। এছাড়াও সায়গালকে তিনি কীভাবে চেনেন, তা নিয়ে প্রশ্ন করাও হতে পারে খবর।