চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের জেরে উত্তাল খাদ্যশ্রী ভবন। বৃহস্পতিবার দুপুর থেকে অবিলম্বে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন ২০১৮ সালে ফুড সাব ইন্সপেক্টর (Food Sub Inspector) পদের চাকরিপ্রার্থীরা। ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর প্যানেল (Panel) প্রকাশ হয়। তাতে ৯৫৭ জনের নাম ছিল। ১০০ জন চাকরি পেলেও নিয়োগে স্বচ্ছতা নেই অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই সময় হাইকোর্ট নির্দেশ দেয়, ৯ এপ্রিলের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (State Administrative Tribunal) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তারপরেও নিয়োগ হয়নি, এমনটাই অভিযোগ চাকরি প্রার্থীদের।
এদিন প্রায় ৪ ঘন্টার অবস্থান বিক্ষোভের পর নিউ মার্কেট থানার (New Market Police Station) বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলতে গেলে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায়। পরে অবস্থানরত চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৭ সালের শেষে খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর পদে নিয়োগের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর সেইমতো ২০১৮ সালে লিখিত পরীক্ষাও হয়। এরপর ২০২০ সালের ডিসেম্বর মাসে পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। তবে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে চাকরি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে চাকরি নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। আন্দোলনকারীদের আরও অভিযোগ, দীর্ঘ ২২ মাস আইনি সমস্যা সমাধানের পর এখনও ৯৫৭ জন প্রার্থীর মধ্যে ৮৫৭ জন চাকরি পাননি।
তবে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, স্যাট (SAT) পিএসসিকে (Public Service Commission) নির্দেশ দিয়েছিল রিভাইস প্যানেল (Revised Panel) গঠন করে নিয়োগ করতে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই পিএসসি হাইকোর্টের দ্বারস্থ হয়। পিএসসি যতক্ষণ না প্যানেল লিস্ট পাঠাচ্ছে ততক্ষণ আমাদের পক্ষে নিয়োগ করা অসম্ভব। আমাদের এখানে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়। সরাসরি আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনও হাত নেই। তাই পিএসসি প্যানেল পাঠালে নিয়োগ হবে।