গুজরাটে দু’দফায় বিধানসভা নির্বাচন, গণনা ৮ ডিসেম্বর

0
1

ঘোষণামত গুজরাটে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, মোদি রাজ্য গুজরাটে ১৮২ আসনের জন্য দু’’দফায় ভোট হবে । আগামী ১ এবং ৫ ডিসেম্বর বলে কমিশনের তরফে জানানো হয়েছে।গণনা হবে আগামী ৮ ডিসেম্বর।

আরও পড়ুন:সেতু বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই আজ গুজরাটের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, গুজরাটের ১৮২টি আসনের মধ্যে ৮৯টিতে ভোটগ্রহণ হবে ১ ডিসেম্বর। বাকি ৯৩টিতে ৫ ডিসেম্বর। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা জমা নেওয়া হবে  ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পেশের কাজ চলবে ১০ থেকে ১৭ নভেম্বর অবধি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগেই এই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। কংগ্রেসের সরাসরি অভিযোগ, গুজরাটের ভোটের দিন ঘোষণা করা নিয়ে টালবাহানা করে আসলে বিজেপিকে সুবিধা করে দিয়েছে কমিশন।তবে এ নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হবে। তার ১১০ দিন আগে সেখানে ভোট করানো হচ্ছে। সুতরাং দেরি হচ্ছে বলে যে অভিযোগ উঠছে তা ঠিক নয়।

প্রসঙ্গত, ২৫ বছর ধরে গুজরাটে সরকার চালাচ্ছে বিজেপি। তবে মোরবিতে সেতু বিপর্যয়ে শত শত প্রাণ বলি যাওয়ার পর রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু।নিরাপত্তা ও গাফিলতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে গুজরাট সরকারের উপর। এমনকি এই নিয়ে জনস্বার্থ মামলাও করা হয়েছে শীর্ষ আদালতে।এই পরিস্থিতিতে বেশ কিছুটা ব্যাকফুটে গুজরাটের বিজেপি সরকার। এদিকে পাঞ্জাবে জয়ের পরে  গুজরাটেও ভাল ফলের জন্য ঝাঁপিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ।