TET ‘অনুত্তীর্ণ’ প্রার্থীদেরও নিয়োগে সুযোগ! কী নির্দেশ কলকাতা হাইকোর্টের

0
1

TET ‘অনুত্তীর্ণ’ প্রার্থীদের নিয়োগ নিয়ে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। নিয়ম মেনেই ৫ জন ‘অনুত্তীর্ণ’ চাকরিপ্রার্থীকে সুযোগ করে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। ২০২২-এর প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় ওই ৫ জনকে ফর্ম (Form) পূরণ করার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangapadhyay)।

২০১৪ সালের টেটে এই ৫ প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। ফলে তাঁরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে ৫৪.৬৭-কে ৫৫ নম্বর হিসাবে গণ্য করতে হবে। টেটের নিয়মানুযায়ী, ৫৫ পাওয়া প্রার্থীরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই দাবি নিয়ে মামলা করেন এই ৫জন।