সল্টলেকের রাস্তায় মহিলাদের নিরাপত্তায় রাজপথে ‘উইনার্স টিম’

0
2

মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছিল মহিলা পুলিশের ‘উইনার্স টিম’। গত বছর থেকেই বড়দিনের আগেই বড় চমক দিয়েছিল বিধাননগর কমিশনারেট। এবারও নারী সুরক্ষায় ‘উইনার্স টিমকে’ দেখা গেল সল্টলেকের রাস্তায়। পথ চলতি মহিলাদের সঙ্গে আলাপচারিতায় দেখা গেল এই টিমকে।



আরও পড়ুন:Winners Team : মহিলাদের নিরাপত্তায় এবার কলকাতা পুলিশের ধাঁচে বিধাননগরে উইনার্স বাহিনী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কমিশনারেট ও জেলা পুলিশে মহিলাদের উইনার্স টিম গড়ার ভাবনা পোষণ করেন। এরপরই গত বছর বিশেষত বড়দিন এবং ৩১ ডিসেম্বরে মহিলা হেনস্থা রুখতে এই উইনার্স টিম বানানোর উদ্যোগ নেয় বিধাননগর সিটি পুলিশ। সল্টলেকের রাস্তায় নামে মহিলা সুরক্ষাবাহিনী।

বিধাননগর সিটি পুলিশ তরফে খবর,  এই উইনার্স টিম গড়া হয়েছে কলকাতা পুলিশের আদলে। সল্টলেকের একাধিক আইটি সেক্টরের রাস্তায় টহল দেয় এই টিম। এছাড়াও উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের সময় সল্টলেকের একাধিক পার্কের বাইরে ও মহিলা কলেজের বাইরে মহিলাদের নিরাপত্তার দায়িত্বে সব সময় হাজির থাকে এই টিম।