সিবিআই-এর স্ক্যানারে এবার অনুব্রতর লটারিতে জেতা এক কোটি টাকা

0
1

কয়েক মাস আগে লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। যদিও নিজের লটারি জেতার বিষয় নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি তিনি। তবে অনুব্রত এই লটারি জয় নিয়ে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। জানা গিয়েছে, যে দোকান থেকে এই লটারি টিকিট কাটা হয়েছিল সেই লটারি এজেন্টকে নিজাম প্যালেসের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

সিবিআই-এর তরফে অনুমান করা হচ্ছে এই লটারির মাধ্যমে নিজের কালো টাকা সাদা করেছেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল নেতার স্ত্রীর লটারি জয়ের ঘটনায় বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছিল, লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা করার একটি চক্র চলছে। তার মাধ্যমে তৃণমূল নেতাদের কালো টাকা সাদা হচ্ছে। বিরোধীদের এই অভিযোগ শোনার পর এবার সক্রিয় হতে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। অনুব্রত লটারি জয় নিয়ে এবার তদন্তে নামল সিবিআই।