বাংলা ছবি (Bengali movie) নিয়ে উন্মাদনার শেষ নেই। করোনা (Corona)পরবর্তীকালে ফের হলমুখী হচ্ছেন দর্শক। কমার্শিয়াল ছবির (Commercial Cinema) পাশাপাশি ভিন্ন স্বাদের ছবি দেখতেও ভিড় জমাচ্ছেন দর্শক। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে স্বনামধন্য পরিচালক ব্রাত্য বসুর (Bratya Basu) নতুন ছবি ‘হুব্বা’র (Hubba)নাম। বাংলা আর বাংলাদেশ যেন মিলেমিশে একাকার এই ছবিতে। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে সাসপেন্স। বাংলার বুকে নতুন ক্রাইম থ্রিলার (Crime Thriller) নিয়ে ২০২৩ সালেই আসতে চলেছে ব্রাত্য বসু (Bratya basu)পরিচালিত ‘হুব্বা’ (Hubba)।
এই ছবি গ্যাংস্টারের জীবনের গল্প বলবে। নব্বইয়ের দশকের হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের বাস্তব জীবন এবার সিনে পর্দায়। বর্ণময় চরিত্রকে সিলভার স্ক্রিনে ফুটিয়ে তোলা মুখের কথা নয়। এই ছবিতে মোশাররফ করিমকে (Musharraf Karim)দেখা যাবে হুব্বার চরিত্রে। গত সেপ্টেম্বর মাসেই ভারতে এসে শুটিং করেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় ব্রাত্য বসুর সাথে মোশাররফ করিমের জুটিটা জমে ভালো। বিশিষ্ট নাট্যকার,পরিচালক ব্রাত্য বসুর পরিচালনায় প্রথম ছবি ‘ডিকশনারি’-তেও অভিনয় করেছিলেন মোশাররফ। মোশাররফের লুক প্রকাশ করে ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, একই সঙ্গে ছিঁচকে ভাব ও আন্ডারওয়ার্ল্ডের প্রতিপত্তিশালী ডনের ছাপ দুটোই যেন চরিত্রের মধ্যে ফুটে ওঠে সেইদিকেই বিশেষ নজর দেওয়া হয়েছিল। বাঙালি ডনের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অভিনেতা মোশাররফ করিম (Musharraf Karim)। ছবিতে পুলিশ অফিসার দিবাকর মিত্রের চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিচালক নিজে এক নাট্যব্যক্তিত্ব। থিয়েটারের প্রতি তাঁর ভালবাসা বরাবরের। তিনি সবসময় চেষ্টা করেন, বড় পর্দায় যাতে থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা কাজ করার সুযোগ পান। এই ছবিতে থিয়েটারের একঝাঁক সম্ভাবনাময় অভিনেতা অভিনেত্রীরা ব্রাত্য বসুর সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। গুরুত্বপূর্ণ অন্য চরিত্রগুলোতে রয়েছেন পৌলমী বসু, লোকনাথ দে সহ অন্যান্যরা। সদ্যসমাপ্ত হয়েছে শেষ পর্বের শুটিং। ছবিতে ক্যামেরার দায়িত্বে সৌমিক হালদার।
এই ছবি ব্রাত্য বসুর কাছে বড় প্রিয়। রাজ্য সরকারের উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসু। নিজে সাহিত্য সংস্কৃতি নিয়ে সৃষ্টি করতে ভালবাসেন। গণকৃষ্টি নামের এক থিয়েটার গ্রুপে সাউন্ড অপারেটর হিসেবে তার নাট্যজীবন শুরু হয়েছিল। নাট্য জগতের খ্যাতনামা অভিনেতা তো বটেই পাশাপাশি পরিচালক হিসেবেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। ২০০৯ সালে দেবব্রত বিশ্বাসের জীবন অবলম্বনে নির্মিত নাটক রুদ্ধসংগীত তার অনবদ্য সৃষ্টি। ২০২১ সালে সাহিত্য অ্যাকাডেমি সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। তাঁর আগামী ছবি ঘিরে বাড়ছে উন্মাদনা।